আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদ করলেন বিলেতের মুক্তিযোদ্ধারা

editor
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ০৬:২৫ অপরাহ্ণ
বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদ করলেন বিলেতের মুক্তিযোদ্ধারা

Sharing is caring!


Manual5 Ad Code

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া

Manual4 Ad Code

যুক্তরাজ্যে বসবাসরত একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসিত বিষয়গুলো পরিবর্তনের পাঁয়তারার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন।

সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বীর বিক্রমকে নাজেহাল ও তাঁর গলায় জুতার মালা পরানোর ধৃষ্ঠতা দেখিয়েছে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্র। বর্তমান সরকারের আশ্রয় ও প্রশ্রয়ে থেকে স্বাধীনতাবিরোধীরা সারাদেশে মুক্তিযোদ্ধাদের নাজেহাল করছে। এমনকি তারা চট্টগ্রামের বোয়ালমারীতে বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করার দুঃসাহস দেখিয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।

এমতাবস্থায়, বিলেত প্রবাসী বীর মুক্তিযোদ্ধারা ১৩ জানুয়ারি সোমবার পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের সভাপতিত্বিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। এতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন খলিল কাজী ওবিই, মাহমুদ হাসান এমবিই, লোকমান হোসেন, আবু মুসা হাসান, সৈয়দ গোলাম আলী, ছাদ উদ্দিন আহমদ, এম এ হাদি এবং মোঃ আলাউদ্দিন।

Manual4 Ad Code

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আনসার আহমদ উল্লাহ, সত্যব্রত দাশ স্বপন, ব্যারিস্টার আবুল কালাম, মজিবুল হক মণি, প্রয়াত মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীরের স্ত্রী রিনা কবীর, হাফিজ জিল্লু খান, আনোয়ার খান, নজরুল ইসলাম অকিব, সৈয়দা মাসুদা, আবুল হোসেন ওদুদ, আতিকুর রহমান, আলতাফ হোসেন, আব্দুল আজিজ ত্বকী প্রমুখ।

Manual8 Ad Code

বক্তারা ধানমন্ডি বত্রিশ নাম্বারের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পোড়ানো, দেশব্যাপী জাতির জনকের ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন , ভাস্কর্য ভাঙচুর করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে বাংলার মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।

সভায় বক্তার বলেন ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসিত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ কর হচ্ছে। লাখো শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের বাহাত্তরের সংবিধানকে জলাঞ্জলি দেয়ার ষড়যন্ত্র চলছে। ‘৭২ এর সংবিধান রক্ষার জন্য বাংলাদেশের ৩৬ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার বিবৃতি প্রদানের কথা উল্লেখ করে বক্তারা দেশ-বিদেশে সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রক্তে কেনা সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত এবং মুক্তিযুদ্ধের শ্লোগান ‘জয় বাংলা’ রক্ষা করার জন্য সোচ্চার হওয়ার আহবান জানান।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code