আজ মঙ্গলবার, ৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: ইসি সানাউল্লাহ

editor
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ
জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: ইসি সানাউল্লাহ

Sharing is caring!


Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

দীর্ঘদিন গণতন্ত্র অনুপস্থিত থাকার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রের সকল সাংবিধানিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইন্সে জেলা পুলিশের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিমি এবং পুলিশ সুপার আবদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Manual4 Ad Code

সভায় নির্বাচন কমিশনার বলেন, বিগত নির্বাচনগুলোতে অনিয়ম ও কারচুপির কারণে সেগুলো গ্রহণযোগ্য ছিল না। এবার পুলিশ প্রশাসনকে বিশেষ ভূমিকা রাখতে হবে, যেন কোনোভাবেই ভোট কারচুপি করতে না পারে। আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চাই।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

Manual4 Ad Code

পাহাড়ি জেলা বান্দরবানে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

Manual6 Ad Code

সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে নির্বাচনসংক্রান্ত একটি গোপন আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code
Manual3 Ad Code