আজ শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মন হারানো কবি

editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ১২:২২ অপরাহ্ণ

Sharing is caring!

Manual3 Ad Code

হাফসা আলম

Manual3 Ad Code

হৃদয় আমার ছিলো নিছক স্বপ্ন চারণভূমি
কাব্য চাষের করলে ভুমি সেই জমিকে তুমি
করলে রোপণ কল্পনাময় নানা রঙের গাছ
সেই গাছেরা কাব্য মাঝে,সাঁজে নানান সাঁজ

Manual7 Ad Code

তোমার সাথে গড়ে তোলা স্বপ্ন ঘরের মাঁচায়
ছন্দ গানে শব্দ বুনন কাব্য ঘোরে নাঁচায়
সাগর,মেঘে,নীল আকাশে তোমায় দেখি আমি
তোমার স্বপন করলো কবি, কাব্য করলো দামী

Manual3 Ad Code

নির্জনতায় পাই যে তোমায় মায়ার আদল রূপে
ভীরের মাঝেও আসো তুমি আলো ছায়ার ধুপে
ক্লান্ত হৃদয় তোমার বুকে আঁকে আশার ছবি
সেই ছবিদের কাব্য রূপে যায় লিখে মন কবি

হাওয়া যখন ফিসফিসিয়ে অকারণে যায় বয়ে
মেঘেরা সব ঝরে পড়ে বৃষ্টি ফোটার রূপ লয়ে
সন্ধা যখন নিজের রূপে ফেলতে ভুলে যায় পলক
সব কিছুতেই কবি যে পায় কবিতার এক রূপ ঝলক

Manual4 Ad Code

সব কিছুই নানান সাজে আমার কাছে আসে
কারণ প্রিয় সব কিছুতেই মুখটা তোমার ভাসে
তোমার মায়া ছায়া মিলে আঁকে যে সব ছবি
সেই ছবিরা কাব্য লেখে,বানায় আমায় কবি!

Manual1 Ad Code
Manual7 Ad Code