আজ সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের কমতে পারে তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট

editor
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ণ
ফের কমতে পারে তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

হাড় হিম করা শীতের দাপট কমে গত কয়েকদিনে কিছুটা বেড়েছে তাপমাত্রা। এতে কনকনে শীতের অনুভূতি কমলেও এখনো ৮ ডিগ্রির ঘরে বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে ফের কমতে পারে তাপমাত্রা।

Manual1 Ad Code

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, সোম ও মঙ্গলবার (১৯-২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এ দু’দিনে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। যদিও এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, বুধবার (২১ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন বৃহস্পতিবারও (২২ জানুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া এই ৩ দিনে কুয়াশার দাপট একই রকম থাকতে পারে।

Manual2 Ad Code

রোববার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Manual2 Ad Code