আজ রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

অমর একুশে বইমেলা -২০২৫ এ জাকের আদিত্যের নিরীক্ষার ভাবনাগুলোর বহিঃপ্রকাশ “খেরোখাতা ও ছাড়পত্র”

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ণ
অমর একুশে বইমেলা -২০২৫ এ জাকের আদিত্যের নিরীক্ষার ভাবনাগুলোর বহিঃপ্রকাশ “খেরোখাতা ও ছাড়পত্র”

Sharing is caring!

Manual5 Ad Code
নিরীক্ষাধর্মী লেখক জাকের আদিত্য  এর অনবদ্য দুই সৃষ্টিকর্ম , খেরোখাতা ও ছাড়পত্র। যা পাঠকদের সামনে তুলে ধরেছে অচিন্তনীয় ভাবনার এক অন্য জগত।বইদুটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫ এর বাতিঘর প্রকাশনীর প্যাভেলিয়নে। এছাড়া বই দুটি রকমারি.কম-এ পাওয়া যাচ্ছে।
খেরোখাতা
খেরোখাতা উপন্যাসের গঠন কাঠামো এক অদ্ভুত একাকী তরুণের বাঁধানো খাতায় সৃষ্টি হয়েছে। আমাদের এই শহরে, হ্যাঁ আমাদের এই শহরে, আমাদের এই সাধারন জীবনের কোন এক শাদা মাটা অট্টালিকার চিলেকোঠায় কোন এক অপরিচিত উদ্ভ্রান্ত যুবক আনিসের খাতায় ধরা দিয়েছে আমাদের জীবন, আমাদের পারস্পারিক সম্পর্ক, আমাদের মুগ্ধতা, বিরহ, প্রেম, ভালোবাসা। আমাদের বাস্তবতা আবার সেই বাস্তবতাকে অতিক্রম করার প্রচেষ্টা। আনিস নামক সেই উদ্ভ্রান্ত যুবক একাকী বাঁধানো খাতায় একাকী লিখে যায় জীবনের গল্প বিক্ষিপ্ত ভাবে। যাদের প্রতিটি চরিত্র পরস্পর অপরিচিত একই শহরে, একই আকাশে নিচে, ব্যস্ত নিজেদের জীবন নিয়ে। তাই হয়ত যখন কেউ প্রিয়জনের বেদনায় অশ্রুসিক্ত হয়, তখন তাকে অতিক্রম করে যায় আরেক জন রঙ্গিন রিকশায়। যখন এক জন কবি ফিরে আসে প্রিয় স্টেশনে নতুন স্বপ্ন নিয়ে তখন আরেক জন তাকে চায়ের টঙে অতিক্রম করে চলে যায় প্রিয় সংসার ছেড়ে। আনিসের খেরোখাতা আমদের এই বিপুল কোলাহলে একা হয়ে যাবার গল্প। আবার বিচ্ছিন্ন ব্যক্তিসত্তার সবার মাঝে বেঁচে থাকার প্রবল প্রয়াস। এই ধুলো ধূসরিত শহরের মানুষের আটপৌরে জীবনের গল্প খেরোখাতা।
ছাড়পত্র
ভিন্ন ভাষার সমকালীন কবিরা কি লিখছে তা জানার প্রবল তৃষ্ণা থেকেই ছাড়পত্রের সূচনা। সাতজন কবির কবিতা অনুবাদ করা হয়েছে এখানে। সাতটি ভাষার সাতজন কবি। প্রথম পর্বে রয়েছে চারজন কবির কবিতা অনুবাদ। প্রত্যেকেই সমকালীন। নিজের ক্ষেত্রে বহুল পরিচিত। মাহমুদ দারবিশ, পাবলো নেরুদা, মায়া অ্যাঞ্জেলো, জুলিও কর্টাজার, বে দেও, বেলা আখামুডিলিনা এবং ন্যাটালি হ্যান্ডাল। ভিন্নতা তাদের ভাষায় অথবা পরিচয়ে। তবু একই আকাশের তারাদের নিচে বেঁচে থাকা মানবিকতার গান দৃপ্ত সাহসে উচ্চারন করেছেন তারা। তাদের সাথে বাংলা ভাষাভাষী পাঠকদের পরিচয় করিয়ে দিতেই এ গ্রন্থের আয়োজন।

লেখক পরিচিতি

Manual3 Ad Code

মোঃ জাকের হায়াত খান, ঢাকা শহরের এক মুসলিম পরিবারে বড় হয়েছেন, জাকের আদিত্য নামেই লেখা লেখি করেন। । জন্ম ১৯৮৯ সালের ডিসেম্বর মাসে।  পিতা  প্রফেসর মোঃ খিজির হায়াত খান, মা সাদিয়া আখতারের দুই ছেলেমেয়ের মধ্যে বড়। গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এস এস সি এবং ঢাকা কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে সফল্ভাবে উত্তীর্ণ হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের স্থাপত্য অনুষদে অধ্যয়ন করেছেন। পেশায় স্থপতি। প্রখ্যাত কবি এবং শিশু সাহিত্যিক হাবীবুর রহমান সম্পর্কে তার নানা, কথা সাহিত্যিক হুমুয়ুন কবীর সম্পরকে তার বড় মামা এবং প্রখ্যাত শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম সম্পরকে তার মামা। কবি হাবীবুর রহমান এবং শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code