আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবীর

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ণ
বঙ্গবীর

Sharing is caring!


Manual5 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual3 Ad Code

বীর সেনা বুক জুড়ে
সাহসের সাথী,
মুক্তিযুদ্ধ মনে পড়ে
ইতিহাসে মাতি।

Manual8 Ad Code

আমাদের ইতিহাস
গৌরবে যে গাঁথা,
স্বর্ণজ্জোল ইতিহাস
ঝকঝকে পাতা।

Manual1 Ad Code

নয়মাস যুদ্ধ শেষে
জয় আসে ঘরে,
পতাকার ওড়াউড়ি
হাসি খুশি করে।

Manual5 Ad Code

বঙ্গবীর ওসমানী
ইতিহাসে নাম,
মুক্তিযুদ্ধে রণাঙ্গনে
ঝরে গায়ে ঘাম।

আজ এই দিনে তাঁকে
মনে খুব পড়ে,
বীর সেনা বঙ্গবীর
আছে মন ধরে।

Manual1 Ad Code
Manual3 Ad Code