আজ মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবীর

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ণ
বঙ্গবীর

Sharing is caring!

সুফিয়ান আহমদ চৌধুরী

বীর সেনা বুক জুড়ে
সাহসের সাথী,
মুক্তিযুদ্ধ মনে পড়ে
ইতিহাসে মাতি।

আমাদের ইতিহাস
গৌরবে যে গাঁথা,
স্বর্ণজ্জোল ইতিহাস
ঝকঝকে পাতা।

নয়মাস যুদ্ধ শেষে
জয় আসে ঘরে,
পতাকার ওড়াউড়ি
হাসি খুশি করে।

বঙ্গবীর ওসমানী
ইতিহাসে নাম,
মুক্তিযুদ্ধে রণাঙ্গনে
ঝরে গায়ে ঘাম।

আজ এই দিনে তাঁকে
মনে খুব পড়ে,
বীর সেনা বঙ্গবীর
আছে মন ধরে।