আজ শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ওরা আমার পা ভেঙে ফেলেছে, অভিযোগ দিতি-সোহেল চৌধুরীর মেয়ের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০১:৪৬ অপরাহ্ণ
ওরা আমার পা ভেঙে ফেলেছে, অভিযোগ দিতি-সোহেল চৌধুরীর মেয়ের

Sharing is caring!

Manual3 Ad Code

রেডটাইমস ডেস্ক:

Manual1 Ad Code

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত জেরে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী দিতি ও সোহেল চৌধুরী কন্যা লামিয়া চৌধুরী।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লামিয়া জানান, সন্ত্রাসীরা তার পা ভেঙে ফেলেছে। সেই সঙ্গে তাঁর গাড়িও ভাঙচুর করেছে।

Manual5 Ad Code

এদিন হামলার ঘটনার সময় লামিয়া চৌধুরী তাঁর ফেসবুক থেকে লাইভও করেছেন। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন লোক উত্তেজিত হয়ে তেড়ে আসছেন লামিয়া ও তাঁর নিকটাত্মীয়দের দিকে।

Manual6 Ad Code

 

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লামিয়া চৌধুরী বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। তাদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল সন্ত্রাসীরা আসে। তাদের হাতে অস্ত্র ছিল। তারা আমাকে মেরে ফেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল।’

লামিয়া বললেন, ‘প্রথমে আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলেদিয়েছে। আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে। আমি হাটতে পারছিলাম না। পরে প্রাণ বাঁচাতে আমার ড্রাইভার কোনো রকম আমাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে এসেছে। ওরা আমার খালাকে খুঁজে পাচ্ছি না। ওরা আমার খালাকে আটকে রেখেছে।’

Manual2 Ad Code

লামিয়া জানান, এখন থানায় গিয়ে অভিযোগ দায়ের করবো। মামি প্রীতি ও স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে মামলা দায়ের করবেন তিনি।

Manual1 Ad Code
Manual8 Ad Code