আজ শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

যুবদল নেতা সোয়ালেহীন করিম চৌধুরীর ১৫ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা

editor
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ণ
যুবদল নেতা সোয়ালেহীন করিম চৌধুরীর ১৫ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা

Sharing is caring!

Manual8 Ad Code

 

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ,

Manual4 Ad Code

সেন্টার ফর ডেমক্রেসী এন্ড গুড গভর্নেন্সের পরিচালক ও যুক্তরাজ্য যুবদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরীর দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে গত ২০ই জানুয়ারি ইস্ট লন্ডনের এক অভিজাত রেস্টুরেন্টে মতবিনিম ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual6 Ad Code

ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের সভাপতি রুবেল আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গির হুসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী আফজাল শাওন।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ‍্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র নেতা মাহফুজ আহমেদ, যুক্তরাজ্য যুবদল নেতা জালালুর রহমান চৌধুরী এমরান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম।বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদ বিরুধী দীর্ঘ আন্দোলন ২৪ এর জুলাইয়ে ছাত্র জনতার অভ্যূত্থানে পরিণত হয়। তার পরীপ্রেক্ষিতে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলবল নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। গত ১৫ বছর সাধারণ মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিলো না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রবাসীরাও বিভিন্ন ভাবে হয়েছেন নির্যাতনের শিকার। বাংলাদেশের সাধারণ জনগণ এবার দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের দিকে মুখিয়ে আছে।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফয়সল আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা টিপু আহমেদ, যুক্তরাজ্য যুবদল নেতা নুরু চৌধুরী, ইকবাল হুসেন, লন্ডন মহানগর বিএনপি নেতা পটল মিয়া, ইস্ট লন্ডন বিএনপি নেতা সানী নাসিরুদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক নেতা তাজুল ইসলাম, মহসিন বখত দিপলু, ফখরুল ইসলাম, মনজুর আহমদ, আব্দুল কাইয়ুম সমু, বদরুল ইসলাম, মাঈনুল ইসলাম, জেহাদুল হক চৌধুরী রাজন, সুমন আহমদ,ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ সাদিক,ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী সামাদ, সহ সভাপতি আব্দুল মুত্তাকিন শিপলু, সাংগঠনিক সম্পাদক এস আর রাব্বি, দপ্তর সম্পাদক সারওয়ার আহমদ চৌধুরী জীবন, সহ সাধারণ সম্পাদক জাহিদ আহমদ,সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক নুরুল হাসান, সহ সাধারণ সম্পাদক নাহিয়ান জায়গীরদার, যুগ্ম সম্পাদক সাদিক মিয়া, যুগ্ম সম্পাদক মামুন রহমান, যুগ্ম সম্পাদক দুলাল আহমদ জুমান, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন মিজু, সহ সাংগঠনিক পারভেজ আহমদ, মানবাধিকার সম্পাদক কাজী মোহাম্মদ ইমদাদ, কোষাধ্যক্ষ শাকিল আহমদ, সহ কোষাধ্যক্ষ আরিফ হোসেন,প্রচার সম্পাদক মোঃসিফন মিয়া, সদস্য ময়নুল ইসলাম,মোহাম্মদ মনজুরুল ইসলাম,শেখ এমদাদুর রহমান অপু,মোঃমিজানুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code
Manual5 Ad Code