আজ বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পুনাক এর উদ্যোগে সিলেট মহানগরীর দুঃস্থদের মধ্যে প্যাডেল রিক্সা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ 

editor
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ণ
পুনাক এর উদ্যোগে সিলেট মহানগরীর দুঃস্থদের মধ্যে প্যাডেল রিক্সা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ 

Sharing is caring!

Manual2 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট কর্তৃক “স্বাবলম্বী” কর্মসূচির আওতায় সিলেট মহানগরীর দুঃস্থদের মধ্যে প্যাডেল রিক্সা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী  সিদরাতুল মুনতাহা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সিলেট খান মোঃ রেজা-উন-নবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে দশজন ব্যাক্তিকে রিকশা, ভ্যান ও ফুডকার্ট প্রদান করা হয়। তারা হলেনঃ ১। মোঃ শিমুল (ভ্যান), পিতা-মাহবুবুর রহমান, ঠিকানা-সাং-দারা মিয়ার কলোনী, গ্রাম-আমিন খান রোড, ঠিকানা-পাঠানটুলা পূর্ব, সিলেট সদর, ২। আলেক মিয়া (ভ্যান), পিতা-আব্দুল কাদির, ঠিকানা- মতিন মিয়া কলোনী, পূর্ব ধুলী, শাহী ঈদগাহ, ৩।আলীম হোসেন সবুজ (ভ্যান), ঠিকানা-দেবপুর, ইসলামপুর, সিলেট সদর, ৪।  মোঃ লালন আহমদ, (রিক্সা), পিতা-মাসুক মিয়া, ঠিকানা-ইসলামপুর, দক্ষিন সুরমা, সিলেট, ৫। গুলফর উদ্দিন (রিক্সা), পিতা-ফজলুর রহমান, ঠিকানা-দেবপুর, ইসলামপুর, সিলেট সদর, ৬। রুহুল আমিন (রিক্সা), ঠিকানা-মিতালী আবাসিক এলাকা, সিলেট সদর, ৭। মোঃ কানু মিয়া (রিক্সা), ঠিকানা-জালালি/৩৯, নরশিংটিলা, সিলেট সদর, ৮। হাফেজ মোহাম্মদ আবু জাফর আলী  (রিক্সা), ঠিকানা-বালুচর, সাদিপুর, সিলেট, ৯। মোঃ ছায়েদুল ভুইয়া সুজন (ফুডকার্ট), পিতা-মোঃ ইউসুফ ভুইয়া, ঠিকানা-কুয়ারপাড়, সিলেট সদর, ১০। মুক্তার আহমদ (ফুডকার্ট), পিতা-আব্দুল মান্নান, ঠিকানা-শ্যামলী রোড-১, দেবপুর, সিলেট সদর।
Manual1 Ad Code
Manual8 Ad Code