আজ সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে মাদকাসক্তের কারাদণ্ড 

editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ০৩:২০ অপরাহ্ণ
কালীগঞ্জে মাদক সেবনের দায়ে মাদকাসক্তের কারাদণ্ড 

Sharing is caring!

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে সিরাজুল ইসলাম (৫৫) নামে মাদকাসক্ত এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের আব্দুল সালামের ছেলে। তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী  হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, রোববার পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিরাজুলকে মাদক (ইয়াবা) সেবনরত অবস্থায় আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালত  বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।