আজ শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কাপাসিয়া ফজিলা আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ   

editor
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫, ০৮:০৯ অপরাহ্ণ
কাপাসিয়া ফজিলা আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ   

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

Sharing is caring!

Manual2 Ad Code
আকরাম হোসেন হিরন কাপাসিয়া প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের ‘‘কান্দানিয়া ফজিলা আলী ফাউন্ডেশনের” উদ্যোগে এবং ফজিলা আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মোঃ শাহজাহান শেখের সার্বিক সহযোগিতায় অসহায় হতদরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার এবং এতিম খানা মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার  (২৫ মার্চ সকালে) উপজেলার কান্দানিয়া শেখ বাড়ি ফজিলা আলী ফাউন্ডেশন কার্যালয়ে কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের  অসহায় হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার এবং  এতিম খানা মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ করা হয়।এছাড়া ২৩ মার্চ সোমবার পরিবারের মৃত ব্যক্তিদের স্মরণে নিজ বাড়ি আঙ্গিনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেন সহকারী অ্য্যাটর্নি জেনারেল ও কাপাসিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং  ফজিলা আলী ফাউন্ডেশনের সদস্য সচিবঅ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ।
এসময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য আলাউদ্দিন শেখ, সুলতানা উদ্দিন শেখ, মোমেন শেখ, শরিফ শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফজিলা আলী ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাড. ইকবাল হোসেন শেখ বলেন, মরহুম বাবা-মার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবছর এলাকার অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে সহায়তা করাই মূল লক্ষ্য। ভবিষ্যতেও এধরণের সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।
Manual1 Ad Code
Manual5 Ad Code