আজ শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জমিজমা সংক্রান্ত বিরোধে  প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন নিহত

editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ০৩:২৩ অপরাহ্ণ
জমিজমা সংক্রান্ত বিরোধে  প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন নিহত

Sharing is caring!


Manual5 Ad Code
রাজু সরকার  গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে রুহুল আমিন (৪২) নামের একজন নিহত হয়েছেন।
রোববার (৬এপ্রিল) বিকেলে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া নয়াপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত রুহল আমিন ওই গ্রামের মৃত. আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, রুহুল আমিনের পরিবারের সাথে প্রতিবেশী আনিসুর রহমানের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান।
 ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো: হাফিজুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Manual1 Ad Code
Manual3 Ad Code