আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

editor
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ণ

Sharing is caring!

Manual8 Ad Code
রুবেল হোসেন সংগ্রাম,রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে নানান অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এসব অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে অভিভাবক সদস্যরা ইতিমধ্যেই মাধ্যমিক শিক্ষা অফিসার, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার, আঞ্চলিক শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আব্দুল খালেক মৃত্যুবরণ করার পর সহকারী শিক্ষক শহিদুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্বাচিত হন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে শহিদুল ইসলাম, নিজের মন মতো গভর্নিং বডি গঠন করে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, অবৈধভাবে বিদ্যালয়ের গাছ কর্তণ,বিদ্যালয়ের জমি লিজ প্রদাণ করে অর্থ আত্মসাত, নিয়োগ বানিজ্যের নামে বিভিন্ন ব্যক্তির কাছে ইতিমধ্যেই চুক্তি সহ বিদ্যালয়ের সংস্কার কাজের বিভিন্ন অনুদানের টাকা আত্মসাৎ করেছেন।
গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ে  সাবেক সভাপতি: বাবুল মিয়া বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের অনিয়মের কারনে অভিভাবক সদস্য সহ স্থানীয়রা অতিষ্ট হয়ে পড়েছেন। তার দাবি, বিদ্যালয়ে নিয়মিত ক্লাস না হওয়ায় দিনদিন পড়ালেখার মান খারাপ হয়ে যাচ্ছে। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫, নাই বললেই চলে। স্বেচ্ছাচারিতা আর অনিয়মের কারনে মূখ থুবড়ে পড়ছে বিদ্যালয়টি।
অভিযোগের বিষয়ে জানতে গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ে ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাই আমি ভ্রমণ জনিত কারণে একটু বাহিরে আছি। এসব বিষয়ে আমি এই মূহুর্তে আপনাকে কিছু জানাতে পারবোনা। আমি ভ্রমণ শেষে আসার পর কথা বলতে চাই।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। শুনেছি বিদ্যালয়টির বিরুদ্ধে দুটি মামলাও চলছে।
Manual1 Ad Code
Manual5 Ad Code